কক্সবাজার ভ্রমণ গাইড ২০২৫ – সমুদ্রের শহরে ট্যুর টিপস

বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে কক্সবাজার একটি জেলা। আবার এই কক্সবাজারকে পর্যটন রাজধানী হিসেবেও ধরা হয়। ‌ কক্সবাজারে রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটনদের আকৃষ্ট করে। ‌ আজকে আমরা আমাদের এই ব্লগে কক্সবাজারে ভ্রমণ গাইড সম্পর্কে বিস্তারিত জানবো। কীভাবে যাবেন, কোথায় থাকবেন, খরচ কেমন হবে এবং ভ্রমণ টিপস – সব কিছু এক জায়গায়।



কক্সবাজার কীভাবে যাবেন:

কক্সবাজার হল চট্টগ্রাম বিভাগের একটি জেলা।‌ ঢাকা থেকে কক্সবাজার আসার জন্য তিনটি মাধ্যম রয়েছে। একটি হল বাসে করে, ট্রেনে করে ও বিমানে করে। 

বাস: ঢাকা শহর থেকে নিয়মিত কক্সবাজারে এসি /নন এসি বাস আসা-যাওয়া করে। এসি বাসের মধ্যে বিজনেস ক্লাস, ইকনোমিক ক্লাস, স্লিপার রয়েছে। ‌ বাসের ভাড়া সাধারণত ১২০০ টাকা থেকে ২৫০০টাকা পর্যন্ত হয়ে থাকে। আপনি সায়িদাবাদ বাস টার্মিনাল আসলে যে কোন সময় কক্সবাজারের বাস পাবেন। 
ট্রেন: ঢাকা থেকে কক্সবাজার সপ্তাহে ছয় দিন ট্রেন আসা-যাওয়া করে। সকালে একটা ট্রেন ঢাকা থেকে ছাড়ে ও রাতে একটা ট্রেন ছাড়ে। ‌ রেলের অনলাইন টিকেটের মাধ্যমে আপনি যেকোনো সময় ট্রেনের টিকেট কাটতে পারেন। ‌ ট্রেনের ভাড়া ৫৫০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। 

বিমান: প্রতিদিন দুই বা তিনটা এয়ারলাইন্স কোম্পানির বিমান কক্সবাজার বিমানবন্দরে ঢাকা থেকে আসে। বিমানের ভাড়া ৪৫০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। 


কক্সবাজার গিয়ে কোথায় থাকবেন:

কক্সবাজার বাংলাদেশের অন্যতম পর্যটন এলাকা হিসেবে থাকার জন্য পর্যাপ্ত পরিমাণে হোটেল- মোটেল হয়েছে। আপনি কক্সবাজার বাস টার্মিনাল নেমে সেখান থেকে সিএনজি বা টমটম নিয়ে কলাতলী সুগন্ধা পয়েন্ট ও লাবনী আসতে পারেন। এখানে এসে আপনি টাকার জন্য অনেকগুলো হোটেল পেয়ে যাবেন হোটেলের দাম তার মানের উপর ভিত্তি করে বিভিন্ন রকম হয়ে থাকে। আপনি রুম দেখে দাম ঠিক করে হোটেল বুকিং করবেন। অবশ্যই সাবধান থাকবেন সিএনজি বা টমটম ড্রাইভাররা যেসব হোটেলে নিয়ে যেতে চাইবে ওগুলাতে যাবেন না। এতে বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। কক্সবাজারের ভালো মানের কিছু হোটেলের নাম আমি উল্লেখ করে দিচ্ছি: রয়েল টিউলিপ, বে ওয়াচ, রামাদা, সাইমন, ওশান প্রাইডেস ইত্যাদি। আপনি সর্বনিম্ন এক হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ যত মানের নেন কত টাকার হোটেলের রুম পাওয়া যাবে।


কক্সবাজার সমুদ্র সৈকত:

লাবনী পয়েন্ট সমুদ্র সৈকত: এই পয়েন্টে সব সময় একটু ভিড় বেশি থাকে। তবুও পর্যটকদের প্রথম পছন্দ এই লাবনী পয়েন্ট। লাবনীর পয়েন্টে গেলে আপনি ঝিনুক মার্কেট পাবেন সাথে একটা উন্মুক্ত কনসার্টের মঞ্চ দেখতে পাবেন। 

সুগন্ধা পয়েন্ট সমুদ্র সৈকত: লাবনী পয়েন্ট দেখে একটু দক্ষিনে আসলে সুগন্ধা পয়েন্ট সমুদ্র সৈকত দেখা যায়। এই সমুদ্র সৈকতে সব সময় ভিড় লেগে থাকে। 

কক্সবাজারে কি কি খাওয়া যায়: 

কক্সবাজার সাধারণত বিখ্যাত সামুদ্রিক মাছ। আপনি আসলে অবশ্যই সামুদ্রিক মাছ খেয়ে দেখবেন। আরো আরো আছে শুটকি। শুটকির জন্য কক্সবাজার বিখ্যাত। 

আরো বিভিন্ন ব্লগে বিস্তারিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন। ধন্যবাদ

Next Post
No Comment
Add Comment
comment url